দিয়া মির্জা জানান, গত ১৪ মে তিনি মা হয়েছেন। তবে শারীরিক জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই তাঁর সিজার করা হয়। প্রিম্যাচিওর হওয়ায়, হাসপাতালের আইসিইউতেই চলছিল দিয়া এবং বৈভবের ছেলের দেখভাল।