¡Sorpréndeme!

ডেঙ্গুর ভয়? জেনে নিন করণীয় | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

১. ভাঙা টব ও পরিত্যক্ত টায়ার জমতে দেবেন না।

২. নোংরা বা পরিষ্কার কোনোরকম পানিই জমে থাকতে দেবেন না।

৩. জমে থাকা ইট, বালি-সিমেন্টের স্তূপ এসব মশা বসবাস করে। তাই আশপাশে এসব জমতে দেবেন না।

৪. অন্তত বর্ষার সময়টা মশারির ভেতর ঘুমান।

৫. বর্ষার ক’দিন নেট লাগিয়ে রাখতে পারেন ঘরের জানালায়।

৬. বাইরে বের হলে চেষ্টা করুন ফুল হাতা পোশাক পরতে।

৭. মশা নিধনে বেশি জোর দিন আগাছা পরিষ্কারে।

৮.বাড়িতে মশা নিরোধক তেল ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।