‘নয় লাখ টাকা দিয়ে জায়গা কিনে ঘর করছিলাম। গেল বছর পাহাড় ভাইঙা সেই ঘর পাঁচ মিনিটেই শেষ হয়ে গেছে। সরকার নাকি অনেকরে অনেক কিছু দিছে, আমি একবান টিনও পাই নাই। তাই এবার আর আশ্রয় কেন্দ্রে যামু না। মরলে নিজের ঘরেই মরমু। কারও দুয়ারে যাইতে চাই না।’