‘গরমে ঘাম মুছতে গামছা নেন। সিরাজগঞ্জের তাঁতে বোনা মানে ভালো, অাড়াই হাত বহরের ভালো মানের গামছা। দামেও সস্তা। মাত্র ৩০ টাকা।’
শাহবাগ চৌরাস্তার সামনে আজ (শনিবার) সকাল ১০টায় ‘এসো হে বৈশাখ’ লেখা গামছা হাতে নিয়ে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন দুই যুবক। সম্পর্কে তারা সহোদর, নাম হারুনুর রশীদ ও তালহা।