¡Sorpréndeme!

বিপর্যস্ত নগরী, তবুও সৈকতের হাতছানি হাতিরঝিলে-Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

হেমন্তের আকাশ এমন রূপে দেখা মেলে না সহসাই। শরতের সাদা সাদা মেঘের ভেলা হেমন্তের শুরুতেও আকাশে ওড়ে। নবান্ন উৎসবের আয়োজন এখন ঘরে ঘরে। উৎসব রসিয়া মনেও। অথচ বৃষ্টির কান্না যেন থামছেই না। হেমন্তে এমন ঢল! পঞ্জিকার পাতা যেন উল্টে গেল! বর্ষা নাকি শ্রাবণ, তা ঠিক আঁচ করা যাচ্ছে না।