¡Sorpréndeme!

তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত : দুর্ভোগে নগরবাসী - Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

অঝরে ঝরছে বৃষ্টি। আকাশ জুড়ে অন্ধকার। প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলছে বাতি জ্বালিয়ে। এ দৃশ্য রাতের নয়, আজ (সোমবার) সকাল পৌনে ৮টার। সকাল ৭টা থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিস্নাত দিনে সাতসকালেই নগরজুড়ে রাতের আবহ নেমে আসে। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামীরা।