¡Sorpréndeme!

আদালতেই নির্ধারিত হবে সেই শিশুটির ভাগ্য - Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

‘এই কনস্টেবল, কে আছো, উনাকে সঙ্গে নিয়ে যাও। ফাতেমাকে প্লে গ্রাউন্ডে নিয়ে এসো।’ সোমবার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে ভিকটিম সাপোর্ট সেন্টারের দোতলায় অফিস কক্ষে বসে এডিসি আয়শা সিদ্দিক মিলি এভাবেই একজন কনস্টেবলকে নির্দেশনা দেন।