¡Sorpréndeme!

CBI At Abhishek Banerjee's House: অভিষেকের স্ত্রী রুজিরাকে জেরা সিবিআইয়ের

2021-02-23 1 Dailymotion

রবিবার দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই পৌঁছাতেই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। কয়লা কেলেঙ্কারির টাকার হিসেব সংক্রান্ত তদন্তেই নাকি অভিষেক জায়া রুজিরার সঙ্গে দেখা করতে গিয়েছিল সিবিআই। তবে তাঁরা কেউ বাড়িতে না থাকায় ফোন নম্বর দিয়ে চলে আসেন সিবিআই কর্তারা। গতকাল ইমেল মারফৎ সিবিআইকে নিজের জবাব পাঠান রুজিরা ব্যানার্জি (Rujira Banerjee)। জানান, মঙ্গলবার বেলা ১১-২টোর মধ্যে যেকোনও সময় নিজের বাড়িতে সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন তিনি। সেই মতোই আজ দুপুরের রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতনে আসছে সিবিআই। এদিক গতকালই অভিষেকে শ্যালিকা মেনকা গম্ভীরের পঞ্চসায়রের ফ্ল্যাটে যায় সিবিআইএর একটি দল।