জন্মদিনের দিনই রাজনীতির পথে পা বাড়ালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। জন্মদিনের সকালে শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৬ জানুয়ারি সকালেই রাজনীতিতে ফিরে আসার কথা ঘোষণা করেছিলেন রুদ্রনীল। তবে বিজেপি, তৃণমূল নাকি অন্য কোনও দল! সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশাই রাখলেন অভিনেতা। ৬ জানুয়ারি, রুদ্রনীলের টালিগঞ্জের বাড়িতে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান শঙ্কুদেব পণ্ডা। এদিকে জল্পনা জিইয়ে রেখে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গেও বৈঠকের প্রস্তাবে রাজি হয়েছেন অভিনেতা। ছোট থেকে রাজনীতিতে সক্রিয় রুদ্রনীল, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে এসএফআইয়ের সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরবর্তীকালে সিনে দুনিয়ায় মনোনিবেশ করলেও মমতা ব্যানার্জির দ্বিতীয়বার বাংলায় সরকার গঠনের পর রাজনীতিতে আসেন রুদ্রনীল। সরকারি কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব রুদ্রনীল ঘোষের হাতে তুলে দেওয়া হয়। রুদ্র-কৈলাসের বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই বনমন্ত্রী রাজীব ব্যানার্জির অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়ল।