¡Sorpréndeme!

Sovan Chatterjee And Baishakhi Banerjee Bike Rally: পুলিশের অনুমতি ছাড়াই শোভন-বৈশাখীর বাইক ব়্যালি

2021-01-04 4 Dailymotion

২০১৯-এর আগস্টে দিল্লি গিয়ে দলবদল করেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপিতে যোগ দিলেও গেরুয়া শিবিরে তাঁদের অনুপস্থিতি বারবারই নজর কেড়েছে। এদিকে বিধানসভা ভোটের আগে আচমকাই বঙ্গবিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক পদের দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আহ্বায়ক হয়েছেন বৈশাখীদেবী। তাই দায়িত্ব বুঝে নিতে নতুন বেছে সপ্তাহের প্রথম দিন একেবারে সাড়ম্বরে দলের রাজ্য দপ্তরে যেতে চান দুজনে। সোমবার বেলা তিনটেয় আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে মুরলীধর সেন লেনে দলের প্রধান কার্যালয়ে ৭০০ গাড়ির ব়্যালি (BJP Rally) নিয়ে পৌঁছাবেন শোভন বৈশাখী। সঙ্গে থাকছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে আজকের বিজেপির ব়্যালিতে মেলেনি কলকাতা পুলিশের অনুমতি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিনে এমনিতেই রাস্তাঘাটে নিত্যযাত্রীদের ভিড় থাকবে। এমতাবস্থায় বিকেল তিনটে নাগাদ যদি ৭০০ গাড়ির মিছিল বেরোয় তাহলে যে যানজট তৈরি হবে তা কাটাতে দীর্ঘসময় লেগে যাবে। সবমিলিয়ে মারাত্মক সমস্যায় পড়বে আমজনতা। কিন্তু অনুমতি না পেলেও মিছিল বন্ধ করছে না বঙ্গ বিজেপি।