¡Sorpréndeme!

Assam Passes Order Abolishing Madarsas: ‘ধর্মনিরপেক্ষতা’র লক্ষ্যে তুলে দেওয়া হল মাদ্রাসা স্কুল, বিল পাস অসমে

2020-12-31 1 Dailymotion

অসম বিধানসভায় সরকার-পরিচালিত সমস্ত মাদ্রাসা তুলে দেওয়ার ব্যাপারে বিল পেশ করল বিজেপি সরকার। সেই বিলটি বর্ষশেষের আগেই পাস হল আইনে। ‘ধর্মনিরপেক্ষতা’র লক্ষ্যে সরকারি মাদ্রাসা উঠে গিয়ে হবে সাধারণ স্কুল, বিল পাস হল অসম বিধানসভায়। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিরোধী শিবিরের বিরোধিতা উপেক্ষা করেই বিলটি পেশ করেন সভায়। সরকারি মাদ্রাসাগুলিকে আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে পরিণত করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে এও জানান, ওই স্কুলগুলির শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারীদের পদ, বেতন,ভাতা ও চাকরির শর্তে কোনও পরিবর্তন হচ্ছে না। আজ পেশ হওয়া বিলের উদ্দেশ্য, দুটি চলতি আইন অসম মাদ্রাসা শিক্ষা (প্রাদেশিকীকরণ) আইন, ১৯৯৫, অসম মাদ্রাসা শিক্ষা (কর্মচারীদের চাকরির প্রাদেশিকীকরণ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন) আইন, ২০১৮ এর বিলোপ ঘটানো।