¡Sorpréndeme!

Politicians That India Lost In 2020: প্রণব মুখার্জি থেকে আহমেদ পটেল! ২০২০-তে দেশ হারাল দক্ষ রাজনীতিবিদদের

2020-12-30 1 Dailymotion

২০২০ সালটা যেন শুধুই বিষাদের বার্তা বয়ে এনেছে। আমরা হারিয়েছি একের পর এক সেলেবদের, যারা বাংলার মুখ উজ্জ্বল করেছিল বিশ্বের দরবারে। প্রণব মুখার্জি থেকে আহমেদ পটেল। শাসক-বিরোধী দলের একাধিক নেতা কর্মীদের আমরা হারিয়েছি এই বছর। কেউ বয়সজনিত কারণে আবার কেউ কোভিড-১৯ পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছেন দীর্ঘ লড়াই শেষে। সেই তালিকা অনেক দীর্ঘ। বছরের শেষে আরও একবার স্মরণ করে নেওয়া যাক তাঁদেরকে। রাজনীতি হারিয়েছে তার মেরুদণ্ডকে। রাজনীতির ময়দানে ভেঙে পড়েছে শক্ত কিছু প্রাচীর। তবু নতুন বছরের আগমণে চলছে নতুন করে বেঁচে ওঠার লড়াই।