¡Sorpréndeme!

7 Web-Series We Loved in 2020: ফিরে দেখা ২০২০! শব্দ-জব্দ থেকে পাতাললোক, ৭ পছন্দের ওয়েব সিরিজ

2020-12-30 3 Dailymotion

করোনাভাইরাস সংক্রমণের জেরে গৃহবন্দি মানুষের বেশিরভাগ সময়ই কেটেছে বিনোদন জগতে। সিনেমাহলে পপকর্ন খেতে খেতে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ ছিল না এবছর। তবে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম আমাদের সিনেমা দেখার ইচ্ছের সাধ পূরণ করেছে খুব সহজেই। কমেডি থেকে থ্রিলার আবার লাভ স্টোরি, সবকিছুই দেখা গিয়েছে মুঠোফোনে কিংবা টিভি কম্পিউটারের পর্দায়। নিজের বাড়ির একেবারে কমফোর্ট জোনে বসে এবছর সিনেমা উপভোগ করেছেন সিনেপ্রেমীরা। বড় পর্দা পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে চোখ রেখেছিল সিনেপ্রেমীরা। ২০২০-তে বেশ কিছু ওয়েবসিরিজ দেখার সুযোগ মিলেছে, যার মধ্যে মন ছুঁয়ে যাওয়া কিছু ছবির তালিকা।