¡Sorpréndeme!

HRTC Bus Driver Pulls Off Jaw-Dropping Reverse: খাদে ঝুলছে যাত্রী বোঝাই বাসের চাকা! হাড়হিম করা ভিডিও

2020-12-18 1 Dailymotion

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল যাত্রীবোঝাই বাসটি, ভিডিওটি দেখলে গায়ে কাঁটা দেবে আপনারও! যাত্রীবোঝাই বাসটিকে দক্ষতা এবং সাহসের সঙ্গে রক্ষা করার জন্য চালককে কুর্নিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে একটি যাত্রীবাহী বাস, যার পিছনের দু\'টো চাকা রীতিমত খাদের উপর ঝুলছে। ৪ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি দেখার সময় চোখের পলকও পড়বে না আপনার, একটু এদিক থেকে ওদিক হলেই খাদের মধ্যে পড়বে বাস। কিন্তু হাল ছাড়েননি বাসের চালক, ক্রমাগত চেষ্টা করে চলেছেন তিনি আর তাকে সঙ্গ দিয়েছেন বাসের যাত্রীরা। অবশেষে এক টানে বাসটিকে ইউ-টার্ন দিয়ে টেনে তোলেন চালক, যা দেখলে চোয়াল শক্ত হবেই!