¡Sorpréndeme!

Andhra Pradesh Mysterious Illness: অজানা রোগে আক্রান্ত অন্ধ্রপ্রদেশ, শরীর থেকে বেরোচ্ছে সীসা-নিকেল

2020-12-09 1 Dailymotion

Andhra Pradesh Mysterious Illness In Bengali: তিনদিনের মধ্যে ৫০০-র বেশি মানুষ ভর্তি হাসপাতালে, অজানা রোগে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরের হাজার হাজার বাসিন্দা। শরীর থেকে বেরোচ্ছে সীসা এবং নিকেল, পানীয় জল এবং দুধেই মিশে গিয়েছে এই ধাতু। এইমস দিল্লি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুনে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকেল টেকনলজি, সেন্টার ফর সেলুলার এলং মলিকুলার বায়োলজি এবং হায়দরাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন থেকে বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয়েছে।