¡Sorpréndeme!

Parthiv Patel Announces Retirement: ক্রিকেট দুনিয়া থেকে অবসর পার্থিব পটেলের

2020-12-09 0 Dailymotion

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন পার্থিব পটেল (Parthiv Patel)। ৩৫ বছর বয়সী পার্থিব ভারতের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি গুজরাতের হয়ে ১৯৮টি প্রথম-শ্রেণীর ম্যাচে অংশ নিয়েছিলেন। অবসর ঘোষণা করেন পার্থিব ইনস্টাগ্রামে লিখেছেন, \"আমি আজ সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি এবং ১৮ বছরের এই ক্রিকেট যাত্রায় পর্দা নামানোর সময় আমি অনেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।\"