¡Sorpréndeme!

North Bengal Bandh: পুলিশের লাঠিচার্জে বিজেপি কর্মীর মৃত্যু, ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ বিজেপির

2020-12-08 1 Dailymotion

North Bengal Bandh: আজ শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কৈলাস বিজয়বর্গীয়-দিলীপ ঘোষের দু\'টি মিছিল হয়। একাধিক জায়গায় বাধা দেয় পুলিশ, ভাঙা হয় ব্যারিকেডও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। ছোঁড়া হয় জলকামান।পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ করেন কর্মী সমর্থকরা।