¡Sorpréndeme!

Happy Birthday Jhulan Goswami: আন্তর্জাতিক মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামীর অজানা কথা

2020-11-25 2 Dailymotion

Happy Birthday Jhulan Goswami: ৩৮ বছরে পা দিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ঝুলন গোস্বামী ( Jhulan Goswami)। বাংলার মেয়ে হয়ে কাঁপিয়ে বেরিয়েছেন দুনিয়া। চাকদা-য় জন্ম এবং সেখানেই বড় হয়ে ওঠা ঝুলনের। মহিলা ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলার হিসেবে গড়েছেন রেকর্ড। ঝুলন গোস্বামী মহিলা আন্তর্জাতিক ক্রিকেট টিমের হয়ে তাঁর কেরিয়ার খেলেছেন ১০টি টেস্ট এবং ১৮২টা ওডিআই এবং ৬৮ টি-২০ ম্যাচ।

#JhulanGoswami #JhulanGoswamiRecords #LatestLYBangla