¡Sorpréndeme!

BJP Worker Murdered in WB: বিজেপি নেতা খুনের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ তুফানগঞ্জে

2020-11-19 1 Dailymotion

দুই ক্লাবের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হল এক যুবকের। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ (Tufanganj) ১ নং ব্লকের নাগকাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বিজেপির (BJP) দাবি, ওই যুবক তাদের দলের কর্মী। মৃতের নাম কালাচাঁদ কর্মকার। তিনি বিজেপির বুথ স্তরের নেতা ছিলেন। বিজেপির কোচবিহার জেলা শাখার সভাপতি মালতী রাভা রায় অভিযোগ করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে।

#BJPWorkerMurder #TufanganjBandh #LatestLYBangla