¡Sorpréndeme!

Local Train Services Resume In West Bengal: সামাজিক দূরত্ব শিকেয়, করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে

2020-11-12 33 Dailymotion

পুজোর মধ্যে রাজ্যে করোনা সংক্রমণের হার (Coronavirus Cases In West Bengal) ছিল মারাত্মক। মূলত পুজোর বাজারের সীমাহীন ভিড়ই এর জন্য দায়ী। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণে পুজো মণ্ডপে যখন কনটেইনমেন্ট জোন হয়ে গেল তখন ভিড় করেও মণ্ডপের মধ্যে প্রবেশের অনুমতি মেলেনি। তাই সংক্রমণ বেশ খানিকটা থমকে যায়। এখন দৈনিক সংক্রমণ চার হাজার করে হচ্ছে। তবে সুস্থতার হার বাড়ছে আশাজনক ভাবে। তবে, বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।

#LocalTrainServiceResume #CoronavirusUpdateWestBengal #LatestLYBangla