¡Sorpréndeme!

Diwali 2020 Gift Ideas: বাজেট-ফ্রেন্ডলি গিফট আইডিয়া, খরচ হবে মাত্র ১৫০!

2020-11-10 88 Dailymotion

শুভ দীপাবলি ২০২০ (Diwali 2020)! আলোর রোশনাইয়ে ভরে ওঠে আকাশ-বাতাস। ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার ঘুচিয়ে সুদিন ফিরিয়ে আনার দিন এদিন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলে একে অপরের সঙ্গে মিলিত হয়ে এই আলোর উৎসবে সামিল হন। তবে এক্ষেত্রে মাথায় একটাই চিন্তা ঘুরপাক খায়, বাজেটের মধ্যে কী উপহার দেওয়া যেতে পারে? দিওয়ালি উপহার হিসেবে ১৫০ টাকার মধ্যেই রয়েছে দুর্দান্ত কিছু উপহার, রইল সেই তালিকা আপনার জন্য।

#Diwali2020 #DiwaliGiftIdeas #LatestLYBangla