¡Sorpréndeme!

No Chhath Puja At Dakshineshwar Temple In 2020: করোনা মহামারীতে ছটপুজোয় বন্ধ হল দক্ষিণেশ্বরের দরজা

2020-11-09 3 Dailymotion

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নির্দিষ্ট বিধি মেনে দক্ষিণেশ্বর মন্দিরের (Dakshineshwar Temple) দরজা বন্ধ থাকছে ছটপুজোতেও (Chhath Puja)। আগামী ২০ নভেম্বর ছটপুজো, প্রতিবছরই এই পুজোতে দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে উপচে পড়ে ভিড়। এই একই নিয়ম মেনে গত ১৭ সেপ্টেম্বর, মহালয়ার দিনও তর্পণের জন্য বন্ধ রাখা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট। ছটপুজোর দিন সন্ধেতেও বন্ধ থাকবে মন্দিরের দরজা, দুপুরে মা-কে ভোগ নিবেদন করেই বন্ধ করা হবে মন্দির।

#DakshineshwarTemple #ChhathPuja2020 #LatestLYBangla