¡Sorpréndeme!

Joe Biden Elected Next President Of US: ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেন

2020-11-09 2 Dailymotion

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন ( US President-elect Joe Biden)। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস (Kamala Harris)। এই প্রথম আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কোনও ভারতীয় বংশোদ্ভূত। প্রেসিডেন্ট ইলেক্ট হতেই এক হওয়ার বার্তা দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, আমি এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি রাখছি যে বিভক্ত নয় বরং ঐক্যবদ্ধ হতে চায়। যিনি রেড স্টেট এবং ব্লু স্টেট দেখেন না, কেবল আমেরিকা যুক্তরাষ্ট্রকে দেখেন।\"

#JoeBiden #PresidentOfUSJoeBiden #LatestLYBangla