¡Sorpréndeme!

Faridabad Shooting: ২১ বছরের তরুণীকে ভরদুপুরে রাস্তায় গুলি করে খুন, দেখুন নৃশংস সেই ভিডিও

2020-10-28 1 Dailymotion

Faridabad Shooting In Bengali: ২৬ অক্টোবর, সোমবার ভরদুপুরে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন তরুণীকে। ফরিদাবাদের বল্লভগড়ে ঘটনাটি ঘটে, ঘড়ির কাঁটায় ঠিক ৩টে বেজে ৪০ মিনিট; পরীক্ষা শেষে কলেজ থেকে বেরোচ্ছিলেন নিকিতা এবং তাঁর এক বন্ধু। ঠিক সেই সময়ই একটি গাড়ি থেকে দুই যুবক নেমে আসে এবং নিকিতাকে জোড় করে গাড়িতে তোলার চেষ্টা করেন, বাধা দিতে গেলেই ব্ল্যাঙ্ক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি ছোঁড়া হয় তরুণীকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নিকিতা, শেষ বর্ষের কমার্সের ছাত্রী ছিলেন তিনি। ঘটনার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিকিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

#FaridabadShooting #NikitaTomarMurderCase #LatestLYBangla