¡Sorpréndeme!

Superfast Hyperloop Train and পৃথিবীতে _ কলকাতা থেকে দিল্লি যাবেন মাত্রা 55 মিন

2020-10-27 3 Dailymotion

Hiperloop train হলো এমন এক যুগান্তকারী আবিষ্কার যাতে ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত এবং শুরু হতে চলেছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে বর্তমানে যে পরিমাণ সময় এবং অর্থ খরচ হয় সাধারণ ট্রেন ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে হাইপারলুপ ট্রেন আবিষ্কারের পরে এই দূরত্ব এবং সময় অর্থ সবটাই বেঁচে যাবে। এই বিশেষ ট্রেন চলবে একটি টানেলবেয়ার টিউবের মধ্য দিয়ে যেটা অতিরিক্ত জায়গা সাশ্রয় তো করবেই উপরন্তু করবে এর গতিবেগ বৃদ্ধি যেটা একটি স্থান থেকে অন্য স্থানে যেতে কয় ঘন্টা মাত্র টাইম লাগবে।