¡Sorpréndeme!

Durga Puja 2020 Wishes: শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন

2020-10-19 1 Dailymotion

এসে গেলো বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। সময়, নির্ঘন্ট মেনে শুরু হবে দেবীর আরাধনা। প্যান্ডেলে প্যান্ডেলে মাইক বাজছে, ঢাকিরাও দূর দুরান্ত থেকে এসে পৌঁছেছেন, এখন কাঠি ফেলার অপেক্ষা। ভোরের শিশির, রোদ ঝলমলে আকাশ, শিউলি ফুল, কাশের মেলা। করোনা-আবহেই দুর্গাপুজো (Durga Puja 2020) উৎসবে মেতে উঠেছে বাঙালি, প্রস্তুতি তুঙ্গে। সারাবছর বাঙালি অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই দিনটির অপেক্ষায়। বাঙালি আর দুর্গাপুজো, একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতোপ্রতোভাবে। ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো, মহালয়ার পর মলমাস পড়ায় প্রায় ১ মাস পিছিয়ে গেছে এবারের দুর্গাপুজো। বাঙালির মনে বেজে উঠেছে আলোর বেণু।

#DurgaPuja2020 #DurgaPujaTimeline #LatestLYBangla