¡Sorpréndeme!

Attack on BJP Leader Shamik Bhattacharya: আক্রান্ত শমীক ভট্টাচার্য, ভাঙচুর করা হয় গাড়ি

2020-10-07 3 Dailymotion

টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার.খুনের পর রাজ্য রাজনীতির আবহাওয়া এখনও উত্তপ্ত। এরই মধ্যে গেরুয়া শিবিরের আরএক নেতা শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) গাড়িতে হামলার ঘটনা ঘটল ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই শমীকবাবুর গাড়ির ওপর এলোপাথারি ইটবৃষ্টি করেছে। অভিযোগ অস্বীকার করে শাসকদল জানিয়েছে, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে।