¡Sorpréndeme!

KKR Key Players IPL 2020: টম ব্যান্টন থেকে সুনীল নারিন, আইপিএলে কেকেআরের ভরসার খেলোয়াড় একনজরে

2020-09-17 2 Dailymotion

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) শুরু হয়ে যাবে এবারের আইপিএল (IPL 2020)। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে বেশ কয়েকটা দল। কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার তৃতীয়বার ট্রফি জেতার জন্য ঝাঁপাবে। আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এছাড়াও শেষবার যখন আমিরশাহিতে এই টুর্নামেন্ট হয়েছিল সেবারও শিরোপা জিতেছিল কেকেআর।


#IPL2020KKR
#UAE
#LatestLYBangla