¡Sorpréndeme!

পশ্চিমবঙ্গ বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীর হাতে স্মারকলিপি

2020-09-06 3 Dailymotion

রবিবার পশ্চিমবঙ্গ বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবিতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় যেখানে বিশেষ শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলকভাবে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্থায়ীভাবে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে ২ জন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে৷

রাজ্য সরকারের অধীনে থাকা স্পেশাল স্কুলগুলির শূন্যস্থান অবিলম্বে পূরণ করার দাবিও তারা জানান৷ এছাড়া বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর করতে হবে এমনও এক দাবি ছিল তাদের৷ উল্লেখ্য, বিগত ১১ বছর ধরে রাজ্যে বিশেষ শিক্ষক নিয়োগ পদ্ধতি বন্ধ রয়েছে৷