¡Sorpréndeme!

কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে দলমার হাতির দল

2020-08-20 0 Dailymotion

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে দলমার হাতির দল। ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি নেদাবহড়া গড় শালবনি এলাকায় মাঝে মাঝেই তাণ্ডব চালাচ্ছে হাতি। উদাসীন বনদফতর। রাজ্য সড়ক দখল নিচ্ছে তারা। ফলে রাস্তা অবরুদ্ধ হচ্ছে।

খাবারের সন্ধানে মাঝে মাঝেই লোকালয়ে ঢুকা পড়ছে হাতি। তবু হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নিচ্ছে না বনদফতর।স্থানীয় হাতির উৎপাত যেমন সারা বছর ছিলো তেমনি দলমার দলেরও উৎপাত বাড়ছে ঝাড়গ্রাম জেলায়। তার জেরে ব্যতিব্যস্ত ঝাড়গ্রাম জেলার অধিকাংশ ব্লকের মানুষ।