¡Sorpréndeme!

প্রাপ্যের তুলনায় কম! রেশন ডিলারকে ঘিরে উন্মত্ত জনতা

2020-08-07 0 Dailymotion

সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকানে বিক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ৩নং দাঁড়রা অঞ্চলের কলসবাড় এলাকার চকচাঁদপাল গ্রামের রেশন ডিলার অমল কুমার বেরার রেশন দোকানে। পরিস্থিতি এতটা উত্তপ্ত হয় যে মহামারী নিয়ে সরকারি নিয়ম নির্দেশিকাও মানা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সবং থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা উন্মুক্ত জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।বিক্ষোভকারীদের অভিযোগ, রেশনে প্রাপ্য চাল-গম এক কেজি করে কম দিচ্ছে। এক বিক্ষোভকারীর অভিযোগ, এভাবেই অনেকদিন ধরে জনসাধারণকে রেশনের প্রাপ্য খাদ্য সামগ্রী কম দিচ্ছে রেশন ডিলার অমল কুমার বেরা। অবিলম্বে এই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অন্যদিকে অভিযুক্ত রেশন ডিলার অমল কুমার বেরা বলেন, “আমি চাল, গম কম দিইনি। আমার বালতিটি ওজনে কম রয়েছে। বালতিতে মাপতে গিয়ে কম হয়েছে। আমি বলেছি যদি ভুল করে কম হয়ে থাকে আমি গ্রাহকদের দিয়ে দেবো”।