¡Sorpréndeme!

বেআইনি মদের দোকানের বিরুদ্ধে অভিযানে মহিলারা

2020-08-06 0 Dailymotion

বেআইনি মদের দোকানের বিরুদ্ধে অভিযানে এগিয়ে এলো এলাকার মহিলারা। বেআইনি মদের দোকানে গিয়ে ভাঙচুর চালালো এলাকার মহিলারা। ঘটনাটি চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকার।অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধরমপুর এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা বেশকিছু দোকানে চলছিল অবৈধভাবে মদের ব্যবসা। মদের দোকানগুলি থেকে প্রতিদিনই ছড়াচ্ছিল অশান্তি। সম্প্রতি ধরমপুর এলাকায় একটি দোকানে মদ বিক্রিকে কেন্দ্র করে মারধরের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল এলাকাবাসীদের মধ্যে। প্রশাসনকে জানিয়ে কোনও লাভ না হওয়ায় বাধ্য হয়ে এলাকার মহিলারা এক জোট হয়ে লাঠি নিয়ে বৃহস্পতিবার বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। আগামী দিনে ফের ওই চা দোকান, ভুষি দোকানের আড়ালে মদের ব্যবসা চললে আরও বড় ধরনের পদক্ষেপ নেবে এলাকার মহিলারা, এমনটাই তাদের হুঁশিয়ারি। এদিন মদের বিরুদ্ধে মহিলাদের অভিযানকে ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা।