করোনা শুধু একটা শিক্ষা মাত্র। প্রকৃতি ধ্বংস করা যাবেনা। সাপ বাদুর ইত্যাদি হারাম খাওয়া যাবেনা। আমরা যদি সচেতন না হই, এই প্রকৃতির প্রতি কৃতজ্ঞ না হই, দয়ালু না হই তাহলে ভবিষ্যতে হয়তো এই পৃথিবী হবে বসবাসের অযোগ্য! বিপন্ন হবে পুরো মানবজাতী!