¡Sorpréndeme!

ঈদে একটু সময় কাটাতে নানান ধরণের মানুষ ভীর জমাচ্ছে ঠাকুরগাঁওয়ের চিটাগাং পার্কে

2018-06-20 1 Dailymotion

ঈদে একটু সময় কাটাতে নানান ধরণের মানুষ ভীর জমাচ্ছে ঠাকুরগাঁওয়ের চিটাগাং পার্কে
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান মিলুঃ ঠাকুরগাঁও শহর থেকে ১০ কিলোমিটার দূরে শিমুলতলা, ফারাবাড়ি নামক স্থানে অবস্থিত চিটাগাং পার্কটি।
পার্কেটির আয়তনও বেশ বড়। অত্যন্ত মনোরম পরিবেশে মোট ১০.৫০ একর জমির উপরে পার্কটি তৈরী করা হয়েছে।
পার্কটিতে সরজমিনে গেলে দেখা যায়, ঈদের আনন্দকে বেশি করে উপভোগ করার জন্য ও একটু সময় কাটাতে ছোট থেকে শুরু করে নানান বয়সের মানুষ গুলো তাদের স্বপরিবারে ভীর জমাচ্ছে এই পার্কটিতে।
ঠাকুরগাঁওয়ে আরও কয়েকটি পার্ক থাকলেও এই পার্কটির পরিবেশ একটু অন্যরকম, মানে এখানে কোন প্রকার দ্বিধা ছাড়াই সব বয়সের মানুষেই আসতে পারে।
পার্কটিতে বিনোদনের জন্য রয়েছে, ছোটদের জন্য নাগর দোলা, বিভিন্ন ধরণের প্রাণির মুক্তি, ভেলা সহ আরও অনেক কিছুই।
এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাজাতির ফুল ও ফলের গাছ।
চিটাগাং পার্কের স্বত্তাধিকারী কাজী মোঃ আজমগীর হক বলেন, এই পার্কে বিভিন্ন শিক্ষা সফর, পিকনিক খাওয়ার ব্যবস্থা রয়েছে। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, তার পার্কে আসার আহব্বান জানান।