¡Sorpréndeme!

বুবলী প্রেগন্যান্ট হতেই পারে, আমিও অনেকবার প্রেগন্যান্ট হয়েছি-অপু

2018-06-19 6 Dailymotion

বুবলী প্রেগন্যান্ট হতেই পারে, আমিও অনেকবার প্রেগন্যান্ট হয়েছি-অপু

অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে প্রায় সবসময়ই কোন না কোনও কন্ট্রোভার্সি লেগেই থাকে। এই দুই অভিনেত্রীর সম্পর্ক যে আদায়-কাঁচকলায়, তা আর বলতে বাকি নেই৷ তাদের বাগবিতণ্ডার কারণ আর কেউ নন শাকিব খান৷ সুপারস্টারকে নিয়ে যত সমস্যা তাদের মধ্যে৷ শাকিব-অপুর বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে বুবলী-শাকিবের প্রেমের গুঞ্জন৷ কোনও বিষয়ই বাদ পড়ে না তাদের ঝামেলার মধ্যে৷ কখনও বুবলী, অপুর সম্বন্ধে খারাপ মন্তব্য করেন, তো কখনও অপু, বুবলীকে তাক করে বিভিন্ন মন্তব্য করেন৷সে ঝগড়া বোধহয় আবার শুরুর পথে।

শাকিব খানের সিনেমা ‘সুপারহিরো’ তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনব বুবলী৷ রোম্যান্স-অ্যাকশন-ড্রামা নিয়েই তৈরি সিনেমা চিত্রনাট্য৷ সেই সিনেমার গান ‘তোমাকে আপন করে পাব’ সম্প্রতি মুক্তি পেয়েছে৷ যেই গানটি পুরোপুরি ফ্যানদের মুগ্ধ করেছে৷ তবে কিছুক্ষণ পর গানটির ভিডিওতে সকলের বিভিন্ন কমেন্ট আসতে শুরু করে৷ যেখানে সবার দাবি বুবলীর গানটির পেটটা কেমন ফুলে আছে৷ বুবলী বোধহয় প্রেগনেন্ট৷ তারপরই শুরু হয় জল্পনা৷



বিভিন্ন কারণে বুবলীর সঙ্গে সম্পর্ক ভালো নয় অপু বিশ্বাসের। এখন তিনি কলকাতায় শুটিং করেছেন। সিনেমার নাম ‘শর্টকাট’৷ পরিচালক সুবীর মণ্ডল। নচিকেতার লেখা একটি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এ সিনেমায় অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে।

বুবলীর প্রেগন্যান্ট প্রসঙ্গে তাকে প্রশ্ন করতেই তিনি বলেন, কে প্রেগনেন্ট হলো তার খবর আমি কিভাবে বলবো। যার ইচ্ছে সে প্রেগন্যান্ট হয়েছে। প্রেগন্যান্ট হতেই পারে। আমিও প্রেগন্যান্ট হয়েছিলাম। অনেকবার অ্যাবরশনও করিয়েছি। এ নিয়ে আসলে আমার কিছু বলার নেই।

‘শর্টকাট’ সিনেমাতে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুর পাশাপাশি অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি সঙ্গীত পরিচালনা করবেন নচিকেতা।

I am not Pregnant- Shobnom Bubly