কমেডিয়ান হিসেবে পরিচিতি তৈরি হওয়া নিয়ে খানিকটা শঙ্কিত পূর্ণিমা। সেটি প্রকাশ করতেই অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘কমেডিয়ানেরাই অভিনেতা হিসেবে সব থেকে শক্তিশালী। যেমন চার্লি চ্যাপলিন।’ এতে কতটা সান্ত্বনা পেলেন পূর্ণিমা তা জানা যায়নি।