খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েককৃত দুনীতি মামলার রায়কে সামনে রেখে বিশেষ নিরাপত্তাবেষ্টনীর গ্যাঁড়াকলে পড়েছেন সাংবাদিকরাও। খবর সংগ্রহের উদ্দেশ্যে খালেদা জিয়ার বাসভবনে যাওয়ার মুখে বাধার সম্মুখীন হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। গুলশান ২ নম্বর থেকেই সংবাদিকদের বহনকারী বাহনগুলোকে আটকে দেওয়া হয়েছে। তবে, তাঁরা হেঁটে যেতে পারবেন, এ বিষয়ে কোনো আপত্তি করছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গুলশান এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরো পড়ুন : কিছুক্ষণ পরেই রায়, দুই আসামি আদালতে
এদিকে, জানা গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বিশেষ আদালতের উদ্দেশে বাসা থেকে বের হবেন। তাঁর বাসভবনের সামনে মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। খালেদা জিয়ার বাসভবনের রাস্তার মোড়ে আরো একটি ব্যারিকেড দিয়ে মানুষের চলাচলে সম্পূর্ণ বাধা আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।