¡Sorpréndeme!

খালেদাকে জেলে ঢুকাতে কারাগারে চলছে ধোয়ামোছার কাজ। গ্রেপ্তার বিএনপির ১৩০০ নেতাকর্মী।

2018-02-07 1 Dailymotion

ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে শুরু হয়েছে ঘষামাজা। খাটসহ আসবাব এনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। কারাগারের ভেতরে-বাইরে বিশেষ নিরাপত্তার পাশাপাশি আশপাশের এলাকায় পথচারী ও যানবাহনে চলছে তল্লাশি। কারা সূত্রও এমন প্রস্তুতির সত্যতা নিশ্চিত করেছে।
আগামী ৮ ফেব্রুয়ারি বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় হওয়ার কথা। এর আগে হঠাৎ বিশেষ আদালতের ২০ গজ দূরে বন্ধ হয়ে যাওয়া পুরনো কারাগারে এমন প্রস্তুতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি বিএনপি চেয়ারপারসনের শাস্তি হলে পরিত্যক্ত ঘোষিত এ কারাগারেই তাকে বন্দি হিসেবে রাখা হবে? যদিও এর আগে বিভিন্ন সূত্র বলে আসছিল, কাশিমপুরের নারী কারাগারে ভিআইপি একটি সেল নির্মাণ করা হয়েছে। ওই কারাগারের সীমানা প্রাচীরের ভেতরে আলাদা একটি দেয়াল তৈরি করে কক্ষও বানানো হয়। কক্ষটিতে আলাদা রান্নাঘরও রাখা হয়েছে। এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, রায়ে সাজা হলে খালেদা জিয়াকে কাশিমপুর নারী কারাগারের ওই কক্ষে রাখা হবে; কিন্তু এবার পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রস্তুতিতে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। খালেদা জিয়ার রায় ঘিরে বিএনপির পরিকল্পনা। অন্যদিকে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক ‘বিশেষ বিজ্ঞপ্তিতে’ বলা হয়, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দাঁড়িয়ে/বসে কোনো ধরনের মিছিল করা যাবে না। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। তাতে দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।