¡Sorpréndeme!

প্রধানমন্ত্রীর তলবে ঢাকায় শামীম ওসমান ও আইভী। মামলায় অব্যাহতি খালেদা জিয়াকে হাজিরা থেকে।

2018-01-19 1 Dailymotion

এক সময় আইভীকে শামীম ওসমান বোন ডেকেছিলেন। তবে কেন এই ভাই বোনের মধ্যে মারামারি? ফুটপাতে হকার বসানো নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতাকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনার পর রাতে বিষয়টি নিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরই দুজনকে তলব করা হয়েছে বলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন। বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জে দুই নেতার দ্বন্দ্বের বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “এই মারামারিতে ভোটব্যাংকের কোনো ক্ষতি হয়নি, তবে এটা খুব খারাপ দৃষ্টান্ত। “আমি গতকাল রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এদের দুজনকেই ডাকা হয়েছে। এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়, আমরা অভ্যন্তরীণভাবে কথা বলব।”