That's because Shakib Khan divorced Apu Biswas. অপু বিশ্বাসকে তালাকের নোটিশ দিলেন শাকিব খান। ভেঙেই গেল জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম আজ সোমবার দুপুরে জানান, গত ২২ নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তাঁর চেম্বারে যান। অপুকে তালাক দেওয়ার ব্যাপারে আইনগত সহায়তা চান। অপুর ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো হয়েছে।