২৪ ঘণ্টায় এই ছবির ট্রেলার দেখা হয়েছে দেড় কোটি বার। ভারতের বাজারে এসেছে ‘পদ্মাবতী’ পুতুল। এই ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকা যেমন সেজেছে, পুতুলটি ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। পোস্টারে রানির বেশে দীপিকা যেমন নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, পুতুলটিও তেমন। তবে, পুতুলটি কত দামে বিক্রি হচ্ছে, তা অবশ্য জানা যায়নি।
‘পদ্মাবতী’ ছবির তারকাদের টুইট থেকে জানা যায়, এটি ইউটিউবে প্রকাশ পাবে সোমবার ১৩: ০৩ মিনিটে। মানে দুপুর ১২টা ৩ মিনিটে। একদম ঘড়ি ধরে ট্রেলার মুক্তি দেওয়ার ঘটনাও নতুন নয়। কিন্তু ঠিক ১৩: ০৩ মিনিটে কেন? কারণ যেই পদ্মাবতীকে নিয়ে এই চলচ্চিত্র, তিনি কলঙ্কের হাত থেকে বাঁচতে আত্মহত্যা করেছিলেন আনুমানিক ১৩০৩ সালে। আর সেই বছর সুলতান আলাউদ্দিন খিলজি রানি পদ্মাবতীর স্বামী মহারাজা রতন সিংকে হত্যা করে তাঁর চিতর দুর্গ দখল করেন। ‘পদ্মাবতী’র ট্রেলার দেখে সাধারণ দর্শকদের পাশাপাশি বলিউডের অনেক তারকাও মুগ্ধ হয়েছেন। করণ জোহর ট্রেলার দেখার পর টুইটারে লিখেছেন, সঞ্জয় লীলাকে হিংসা হচ্ছে। আর নায়িকা আলিয়া ভাটও রাজকীয় বেশে দীপিকাকে দেখে অভিভূত। এমনকি দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরও গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, ছবির ট্রেলার দেখার পর থেকে তিনি পুরো ছবি দেখার অপেক্ষায় আছেন।