¡Sorpréndeme!

পারমানবিক বোমা বানাচ্ছে "মিয়ানমার" ! ভয়ংকর হুমকিতে পরলো বাংলাদেশ

2017-09-11 19 Dailymotion

Myanmar Nuclear Project Going On With The Help Of North Korea. This is Alarming For Bangladesh.

পারমানবিক বোমা তৈরি করছে মিয়ানমারে, এই খবরটা অনেকটা গা শিউরে ওঠার মতো। মিয়ানমার সামরিক বাহিনীর পরমানু অস্ত্রের সক্ষমতা চীন ও ভারতের জন্য ততোটা মাথা ব্যথার কারণ না হলেও আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য বেশ উদ্বেগজনক।

মিয়ানমারকে পরমাণু প্রকল্পে সাহায্য করছে উত্তর কোরিয়া। গত জুলাই মাসে উত্তর কোরিয়ার সমুদ্র বন্দর থেকে অজ্ঞাত বন্দরের উদ্দেশে যাত্রা করে একটি জাহাজ। রহস্যজনক গতিবিধির কারণে প্রথম থেকেই জাহাজটিকে অনুসরণ করে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন যুদ্ধজাহাজের পর্যবেক্ষণের কারণে পাঁচ দিন পর কোনো কারণ ছাড়াই আচমকা দিক পরিবর্তন করে উত্তর কোরিয়া ফিরে যায় জাহাজটি। জাহাজটিতে মিয়ানমারের জন্য পারমাণবিক সরঞ্জাম বহন করা হচ্ছিলো বলে গোপন সুত্র থেকে জানা গেছে।

আরো দেখুন-
১। বাংলাদেশ -মিয়ানমার যুদ্ধ আসন্ন ! আকাশ পথে কে বেশি ভয়ংকর ? দেখুন এই ভিডিওতে


২। ভয়ংকর যুদ্ধ বিমান "বাংলাদেশে" ! পৃথিবীর আর কারো কাছে নেই !! দেখুন বিমানটি কতটা ভয়ংকর


৩। পৃথিবীর সেরা ভয়ংকর যুদ্ধ বিমান "বাংলাদেশে"। বাংলাদেশ আর কাউকে ভয় পায় না। দেখুন বিমানটি কতটা ভয়ংকর