যাহাদের দিনের বেলায় ঘরের ভিতর অন্ধকার থাকে,কারেন্ট বাতি জালিয়ে ঘরের কাজ কাম করতে হয়। তাহলে তাহাদের বলবো ঘরে আজই লাগান বোতল বাতি। সামান্য খরচ করে কারেন্ট এর ব্যায় বহুল খরচ থেকে বাঁচুন।।