¡Sorpréndeme!

Basundhara Attack ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে র‍্যাব ও পুলিশ।

2017-03-03 21 Dailymotion

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে পুঁজি করে জঙ্গি চক্রের ভয়াবহ তাণ্ডবের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গি চক্রের অপচেষ্টাকে ভণ্ডুল করে বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

বুধবার (১ মার্চ) মধ্যরাতের পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকাজুড়ে চরম অরাজকতা তৈরির চেষ্টা চালায় ওই জঙ্গি চক্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কে দিয়ে এবং তাদের সঙ্গে মিশে গিয়ে এ অরাজকতা চালানোর অপচেষ্টা চালাতে থাকে তারা। বৃহস্পতিবারও (২ মার্চ) তারা নারকীয় তাণ্ডব চালানোর অপচেষ্টা করে রাজধানীর এক প্রান্তের শান্ত-নিরাপদ ও সম্ভ্রান্ত আবাসিক এলাকা হিসেবে পরিচিত বসুন্ধরায়।
এ এলাকার বাসিন্দারা জানান, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে রাত ১২টা বাজলেই এখানকার প্রায় সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাতের পর তেমনি একটি বন্ধ ফটকের ফোকর গলে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করেন এক শিক্ষার্থী। এতে সেখানে নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যের সঙ্গে তার বিরোধ বাধে। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে তারা দু’জনই আহত হন। পরে তাদের নিকটস্থ অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, যদিও কারো আঘাতই গুরুতর ছিল না।