¡Sorpréndeme!

নীলফামারীতে বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ

2017-01-28 2 Dailymotion

নীলফামারীর ডোমারে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কংক্রিট বা স্টিলের খুঁটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে চিকন বাঁশের খুটি। যার বেশিরভাগই এরইমধ্যে ভেঙ্গে পড়েছে। আর সরবরাহ লাইনে ব্যবহার করা হয়েছে আবরণ বিহীন তার। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিভিন্ন সময়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও।

ডোমার উপজেলার সোনারায়ের ফার্মহাট থেকে জামিরবারী পর্যন্ত ৬ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও বাঁশের খুঁটি আবার কোথাও গাছের ডালে বেঁধে দেয়া হয়েছে বিদ্যুত সংযোগ। ঝুঁকিপূর্ণভাবে ঝুলছে বিদ্যুতের তার।

বাঁশের খুঁটিতে বিদ্যুতের সংযোগ নেওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার লোকজন।

১০ বছর আগে এসব সংযোগ দেয়া হয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী জানান এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।