¡Sorpréndeme!

সাংবাদিক মানিক চন্দ্র সাহা

2016-12-16 7 Dailymotion

একুশে পদক প্রাপ্ত খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৫ জানুয়ারী সন্ত্রাসীদের বোমা হামলা নিহত হন তিনি। চার্জশীঠ দাখিলের পর, ৫ বছর পেরিয়ে গেলেও আজও মামলার বিচার কাজ শেষ হয়নি। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
সাংবাদিক মানিক চন্দ্র সাহা একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও দৈনিক নিউ এজের খুলনা ব্যুরোর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বিবিসির খন্ডকালীন সংবাদদাতার দায়িত্বও পালন করেন তিনি। ২০০৪ সালে খুলনা প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় মারা যান মানিক চন্দ্র সাহা।
এ ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে, ২টি মামলা দায়ের করা হয়। তদন্তশেষে ১০ জনকে আসামী করে মামলা দুটির চার্জশীট দাখিল করা হয় ২০০৪ সালের ১৯ মার্চ ও ২০ জুন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা দুটির তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। তারা ২০০৭ সালের ২ ডিসেম্বর ১১ জনকে আসামী করে চার্জশীট দাখিল করে। বর্তমানে মামলার ২ আসামী কারাগারে, ৪ জন জামিনে ও অপর পাঁচজন পলাতক রয়েছেন। চার্জশীট দাখিলের পর ৫ বছর পেরিয়ে গেলেও, মামলার রায় না হওয়ায় হতাশ পরিবারের সদস্য ও সহকর্মীরা।
এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের কৌঁসুলী জানালেন, মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী খুলনার সে সময়কার ম্যাজিষ্ট্রেট দেওয়ান আব্দুস সামাদ। বারবার সমন জারি পরও তিনি আদালতে না আসায় মামলার কার্যক্রম সামনে এগুতে পারছেনা।
আইন ও বিচার বিভাগ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার আদালতের নির্দেশ অমান্যের কারণে বিচারকাজ বিলম্বিত হলে, তার দায়ভার কে নেবে, রাষ্ট্রের কাছে তার উত্তর জানতে চায় সাধারণ মানুষ।