ময়মনসিংহে নিয়ন্ত্রনহীন ভাবে চলাচল করছে ব্যাটারী অটোরিক্সা। অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক ও মাদকসেবী অটোরিক্সা চালকরা দাবড়ে বেড়াচ্ছেন শহরের অলিগলিসহ প্রধান সড়কগুলো। এতে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে যানজট। নাকাল নগরবাসীর ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নেই কোন নজর।
গেল কয়েক বছরে ময়মনসিংহ শহর ও আশপাশের উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। পৌরসভা ৭শ’ ৩৫টি ব্যাটারিচালিত অটোরিক্সার নিবন্ধন দিলেও চলাচল করছে প্রায় দশ হাজার।
এতে নগরীর কমপক্ষে দশটি স্পটে প্রতিনিয়তই লেগে আছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছে অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থীসহ কর্মস্থলে যোগ দেয়া মানুষ।
লাইসেন্সবিহীন এসব ক্ষুদ্রযান নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেয়ায় সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।
আর যানজট নিরসনে মাষ্টারপ্লান প্রনোয়ন কথা জানালেন জেলা পুলিশ সুপার।