ভূমিদস্যুদের দৌরাত্মে দখল হয়ে গেছে নীলফামারীর নেকবক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি। মূল ফটকের সামনে গড়ে উঠেছে দোকান ও গোডাউন। বিদ্যালয়ের গা-ঘেষে নির্মান করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলার জলঢাকা উপজেলার নেকবক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯১০ সালে। এর ৭০ শতাংশ জমির ৪০ শতাংশ বর্তমানে দখলদারদের কবলে। প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রবেশ পথে স্থাপন করা হয়েছে দোকান ঘর। ফলে শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে হয় গলি পথে।
আবার শ্রেণী কক্ষ ঘেষে দোকান পাট, গোডাউন নির্মান, বর্জ্য ও পানি নিষ্কাশনে ড্রেনের মুখ বিদ্যালয়ের মাঠে লাগিয়ে দেয়ায় পড়াশোনার ঘটছে বিঘ্ন।
এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।