হুমকির মুখে মুন্সীগঞ্জের ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা। নানা দুর্নীতি আর অনিয়মের বেড়াজালে নাজুক অবস্থা ১০০ শয্যার জেনারেল হাসপাতালটির।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের কোটি টাকার যন্ত্রপাতি থাকলেও ব্যবহার হচ্ছে না। দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে অযত্ন-অবহেলায়। অন্যদিকে ক্লিনিকে গিয়ে রোগীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।
চিকিৎসক সংকটের পাশাপাশি রয়েছে নার্স ও ওয়ার্ডবয়ের সংকট। বেড, অ্যাম্বুলেন্স ও ওষুধ সংকটের পাশাপাশি নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের কথা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ।