¡Sorpréndeme!

দস্যু খোকাবাবু বাহিনীর আত্মসমর্পণ

2016-12-04 1 Dailymotion

বঙ্গোপসাগর ও গোটা সুন্দরবন দাপিয়ে বেড়ানো দস্যু খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ সদস্য আত্মসমর্পন করেছে। সোমবার (২৮-১১-২০১৬)বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল রেব আটের রূপাতলী কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন। এ সময় মন্ত্রী তাদের আইনি সহায়তাসহ পুর্ণবাসনের ব্যবস্থা করা হবে বলে জানান।

স্বাভাবিক জীবনের ফেরার প্রত্যাশায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিলো বঙ্গোপসাগর ও সুন্দরবনে ত্রাস সৃষ্টিকারী দস্যু খোকা বাবু বাহিনী। সকালে বরিশাল রেব আটের কার্যালয়ে তারা ২২টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩টি গোলাবারুদ জমা দেয়। এগুলোর মধ্যে রয়েছে ছয়টি বিদেশি একনলা বন্দুক, চারটি বিদেশি দোনলা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর এয়ার রাইফেল, ছয়টি শাটারগান, দুটি এয়ারগান, দুটি শুটার গান ও একটি কাটা রাইফেল।

এ সময় রেবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ ও বনজীবীদের নিরাপত্তায় কাজ করছে রেব। যারা এখনো দস্যুবৃত্তিতে আছে তাদের আত্মসমর্পণ আহবানও জানান তিনি।

অস্ত্র ও মদদদাতাদের চিহ্নিত করে দস্যুদের সমূলে নির্মুল করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ পর্যন্ত সুন্দরবনের ছয়টি দস্যু বাহিনীর প্রধানসহ ৬০ দস্যু প্রায় শতাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১০ সহস্রাধিক গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।